ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

মহিষের ভয়ে প্রাণ বাঁচাতে গাছে চড়ল পশুরাজ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ১৬ মার্চ ২০২২ | আপডেট: ১৫:০৭, ১৭ মার্চ ২০২২

মহিষের ভয়ে গাছে চড়ল সিংহ

মহিষের ভয়ে গাছে চড়ল সিংহ

Ekushey Television Ltd.

যার ভয়ে এত দিন বুনো মহিষেরা পালিয়ে বেড়াত, যার হামলায় বহু বুনো মহিষের প্রাণ গেছে, এবার তাকেই বাগে পেয়ে যেন ‘উচিত শিক্ষা’ দেয়ার জন্য প্রস্তুত মহিষের দল। ফাঁদে পড়ে মহিষের কাছেই যেন ‘প্রাণভিক্ষা’ চাইছে  ‘বেচারা’ পশুরাজ!

এ যেন ঠিক উলটপুরাণ! দাপটের সঙ্গে শিকার ধরে টুঁটি ছিঁড়ে নেয় যে, এবার প্রচণ্ড ভয় পেয়েছে সে-ই পশুরাজ। শেষমেশ প্রাণ বাঁচাতে কোনো মতে একটা গাছ বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে দেখা গেল তাকে। যতবারই উপরে ওঠার চেষ্টা করছে, তত বারই হড়কে যাচ্ছে তার পা। আর ততই ভয় পাচ্ছে সে। 

আফ্রিকান দেশ কেনিয়ার মাসাই মারায় পশুরাজের এমনই একটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর তা রীতিমত ভাইরাল হয়। 

ডেইলি মেইল-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে এক দম্পতি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলেন। যা নেটমাধ্যমে পুনরায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এত দিন যাদেরকে শিকার বানিয়ে এসেছে, এবার তারাই শিকারির বিরুদ্ধে দলবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে। কথায় আছে, একতাই বল। আর মহিষদের এই একতা দেখেই প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল সিংহটি। 

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যে গাছটিতে পশুরাজ ওঠার চেষ্টা করছে, তার কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে শ’খানেক বুনো মোষের একটি দল। ভাবটা এমন- যেন শিকারিকে নাগালে পেলে ছিন্নভিন্ন করে ফেলবে!

যার ভয়ে এত দিন বুনো মহিষেরা পালিয়ে বেড়াত, যার হামলায় বহু বুনো মহিষের প্রাণ গেছে, এবার তাকেই বাগে পেয়ে যেন ‘উচিত শিক্ষা’ দেয়ার জন্য প্রস্তুত মহিষের দল। ফাঁদে পড়ে মহিষের কাছেই যেন ‘প্রাণভিক্ষা’ চাইছে  ‘বেচারা’ পশুরাজ!

যা দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। কেউ বলেছেন, ‘শক্ত করে গাছকে ধরে থাক সিম্বা। বাবা আসছে।’ 

কেউ আবার বলেছেন, ‘মুফাসা নেমে আয় ভাই! ইজ্জতের প্রশ্ন।’ 

আবার একজন বলেছেন, ‘কখনও কখনও শিকারিকেও শিকার হতে হয়।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি