ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

দখল দূষণ জলবায়ু পরিবর্তনে মুমূর্ষু দেশের ম্যানগ্রোভ বন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ২৬ জুলাই ২০২২

দখল, দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনসহ প্রতিটি বনাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর প্রভাব, লবণাক্ততা ও পলি জমার পরিমাণ বাড়ায় উদ্বেগজনক হারে কমছে গাছপালা।

আইলা, সিডর, ফণি, বুলবুল, আম্পানের মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বুক পেতে বাংলাদেশকে বার বার রক্ষা করেছে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের প্রায় প্রতিটি ম্যানগ্রোভ বন।

কিন্তু দখল, দূষণ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে মুমূর্ষু দেশের এই ম্যানগ্রোভ বনগুলো। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, গত ১০০ বছরে সুন্দরবনের আয়তন কমেছে ৪৫১ বর্গকিলোমিটার।

গত চার দশকে সুন্দরবনে লবণাক্ততা বেড়েছে ৬০ শতাংশ। প্রতি বছর বনে জমছে ৯৬ হাজার টন পলি। এতে ঝুঁকিতে বনের গাছপালা।

এছাড়া ভূমি ও বন দস্যুদের কারণেও ক্ষতির মুখে পড়ছে বনাঞ্চল। এজন্য জরুরি উদ্যোগ নেয়া প্রয়োজন বলছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক মহসিন উল হাকিম।

সেইসঙ্গে ম্যানগ্রোভ বন সংরক্ষণে সরকারের উদ্যোগগুলো পুরোপুরি বাস্তবায়ন তাগিদ সংশ্লিষ্টদের।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি