ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শেষ ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন ভাস্কর শামীম সিকদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২২ মার্চ ২০২৩ | আপডেট: ১৬:০০, ২২ মার্চ ২০২৩

শেষ ভালবাসা-শ্রদ্ধা সিক্ত হলেন ভাস্কর শামীম সিকদার। মঙ্গবার বিকেলে মৃত্যুর পর বুধবার সকালে প্রথমে তার মরদেহ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, শিল্পঙ্গনের সঙ্গে যুক্ত বন্ধু, স্বজন ও বিভিন্ন সংগঠন। 

টিএসসির পাশে স্বোপার্জিত স্বাধীনতাসহ অনেক ভাস্কর্যের শিল্পি তিনি। পেয়েছেন একুশে পদক। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক। বুধবার সেই শমীম সিকদারই চারুকলা অনুষদে ফিরে এলেন লাশ হয়ে। পেলেন ফুলের শ্রদ্ধা ও ভালবাসা। 

পরিবারের সদস্যরা বলছেন, শিল্পি শামীম সিকদার এখন না ফেরার দেশে, এখন তার শিল্পকর্মগুলোকে যাতে ভালভাবে সংরক্ষণ করা হয়। 

মঙ্গলবার বিকালে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার চিকিৎসক বলছেন, নানামুখি জটিলতায় তার মৃত্যু হয়েছে। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে, তার অমর সব শিল্পকর্মকে সংরক্ষণ করা হবে। 

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজে জানাযা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় হাসপতালের হিমঘরে। লন্ডন প্রবাসি দুই সন্তান দেশে ফেরার পর শুক্রবার হবে তার দাফন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি