ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৬ মার্চ ২০২৪

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কার্যাভার পালনরত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে সকাল ৬টা ১০ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

পরবর্তীতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‌‘স্মৃতি চিরঞ্জীব’-এ সকাল পৌনে ৮টার দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কার্যাভার পালনরত প্রধান বিচারপতির ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা।

এরআগে সকাল ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রথমে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষ্যে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে আরও একবার জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি