ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস। তিনি কমান্ডার আরাফাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

সোমাবার (৮ জুলাই) র‌্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বর্তমানে র‌্যাব-৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। চলতি সপ্তাহে দায়িত্ব নিতে পারেন তিনি। র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন মুনীম।

অন্যদিকে, বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফাত হোসেনকে র‌্যাব-৮ এ বদলি করা হয়েছে। তাকে গত এপ্রিলে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি