ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

আজ সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ জারি করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) বলবৎ করা হলো।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন চরম সহিংস রূপ নিলে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে কারফিউ শিথিল করা হয়। 

এর আগে শনিবার (৩ আগস্ট) রাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা (১৫ ঘণ্টা) কারফিউ শিথিল থাকবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে অসহযোগ আন্দোলন শুরু করে। এতে সারাদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। 

এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে নতুন করে কারফিউ ঘোষণা করল সরকার। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি