ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

জাতির উদ্দেশে সেনাপ্রধানের ভাষণের সময় পেছালো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৫ আগস্ট ২০২৪ | আপডেট: ১৫:৪৩, ৫ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর ২টায় বক্তব্য রাখার কথা থাকলেও তা পিছিয়েছে। দেশের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান।

এর আগে দুপুর ২টায় তার বক্তব্য রাখার কথা ছিল। পরে ১ ঘণ্টা পিছিয়ে ৩টায় করা হয়। কিন্তু বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক শেষ না হওয়ায় সেনাপ্রধানের বক্তব্য রাখতে দেড়ি হচ্ছে।

সোমবার বেলা ১২টার দিকে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফত আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতীর উদ্দেশে ভাষণ দেবেন। এ পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে। 

এর আগে শনিবার (৩ আগস্ট) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।’
 
এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি