ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

‘ভারত স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সমস্যায় ফেলে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ভারত স্বভাবগতভাবে পানির মাধ্যমে বাংলাদেশকে সমস্যায় ফেলে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার রাতে রাজধানীতে কুয়েত মৈত্রী হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন তিনি।

বন্যাদুর্গত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসারও আহবান জানান সারজিস আলম।

এসময় আরো বলেন, আন্দোলনে আহতদের ১০ হাজার থেকে লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। দেশের সংকটের এই সময়ে সবাইকে ধৈর্য্য ধরারও আহবান জানান সমন্বয়ক সারজিস আলম।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি