ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

ডিএমপি’র ১৫ থানায় নতুন ওসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদ মর্যাদার ১৫ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

নতুন ওসিরা হচ্ছেন-: তুরাগ থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শহীদ, নিউমার্কেট থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, সূত্রাপুর থানার ওসি মো. মহসিন হোসাইন, বংশাল থানার ওসি আতিকুর রহমান, লালবাগ থানার ওসি কাশৈনু, রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, মুগদা থানার ওসি সোহবাব মিয়া, কদমতলী থানার ওসি মো. মফিজুর রহমান, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম, শ্যামপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহআলী থানার ওসি একেএম মামুনুর রশিদ, দারুস সালাম থানার ওসি রাকিব উল হোসেন, আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ও মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা।  এর আগে ২০ ও ২১ আগস্ট পুলিশ পরিদর্শক পদ মর্যাদার ১৩ কর্মকর্তাকে ১৩ থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি