ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

‘গরুর মাংস খান রণবীর’, ভারতজুড়ে বির্তকে-সমালোচনার ঝড়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

‘দঙ্গল’খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশ হলো। বলিউডের অন্যতম বড় বাজেটের (৮৩৫ কোটি) এই সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে এই বছর। আগামী বছর দিপাবলীতে পর্দায় দেখা যাবে রামায়ণের গল্প, যেখানে রাম হিসেবে অভিনয় করেছেন রণবীর কাপুর। সম্প্রতি প্রথম অংশের কাজ শেষ হওয়ার মুহূর্তটি কেক কেটে সেলিব্রেট করেন রণবীর কাপুর আর রবি দুবে।

দুজনে রাম-লক্ষ্মণের চরিত্রে অভিনয় করছেন এতে। এ সময় রণবীর কাপুরের চোখে পানি দেখা যায়। কারণ ‘রামায়ণ’ ঘিরে তার প্রত্যাশা আকাশ সমান। 
 
রামায়ণে রণবীরের নাম ঘোষণার পর থেকেই এ বিষয়ে অনেক জল্পনা চলেছে যে রণবীর কেমন রাম হবেন।

তবে প্রথম ঝলকে তিনি বুঝিয়ে দিয়েছেন, রণবীর আর রাম প্রায় সমার্থক করে তোলার চেষ্টা করেছেন তিনি অভিনয় দক্ষতায়। কিন্তু এর মধ্যে রণবীরের কড়া সমালোচনা করতে শুরু করেছেন ভারতের অভিনেতা ও বিতর্কিত সিনেমা বিশ্লেষক কমল রশিদ খান (কেআরকে)। 

কেআরকে টুইটারে রামায়ণ ও রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য করে পোস্ট করেছেন। তার মতে, রণবীর গরুর মাংস খান।

রণবীর নিয়মিত মদ্যপান করেন। রণবীর অনেক সময় নেশায় ডুবে থাকেন। তাই যার ব্যক্তিগত জীবন এ রকম, তিনি কত ভালো রাম হতে পারবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেআরকে।
এক্স হ্যান্ডলে কেআরকে লেখেন, ‘রণবীর কাপুর নিজেই বলেছেন, তিনি একজন ভীষণ গরুর মাংসভোজী। পায়া, নেহারি, ভুনা ছাড়া তিনি চলতেই পারেন না।

তিনি প্রতিদিন মদ্যপান করেন। এ ছাড়া তিনি নেশাজাতীয় জিনিসেরও দারুণ শৌখিন। এখন দেখা যাক, মানুষ তাকে ‘রামায়ণ’-এ রামের চরিত্রে মেনে নেয় কি না!’
 
তবে কেআরকে রণবীরের বিরুদ্ধে এই তত্ত্ব প্রচার করলেও রণবীর এসবে পাত্তা দেন না মোটেও। বিগত কয়েক বছর ধরে বয়কট কালচারকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউডের বক্স অফিস দখলে রেখেছেন রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সময় রণবীর কাপুর আর আলিয়া ভাটকে বয়কটের চেষ্টা করেছিলেন অনেকে। তাতে কোনো লাভ হয়নি। আবার রণবীর অভিনীত ‘অ্যানিম্যাল’ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে বছরের সবচেয়ে বেশি ব্যবসা করেছে সিনেমাটি। তাই রামায়ণের রাম রণবীর হলেও বক্স অফিসে যে বিশাল ঝড় উঠবে, সেটা বুঝতে অসুবিধা হয় না এর প্রথম ঝলক সামনে আসার পর।

May be an image of 1 person and text that says "KRK Ranbir Kapoor is the person who himself said that he is a big time beef eater. He can't live without Paya, Nihari, Bhuna etc. He drinks daily. He is big time Maal Ka Shaukeen Also. So Let's see, if people will accept him as a a Rama in #Ramayana"
এক্স হ্যান্ডলে করা কেআরকের সেই পোস্ট
দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে রামায়ণের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। যদিও ফার্স্ট লুক টিজারটিতে মূলত ভিএফএক্সের কারিশমা দেখানো হয়েছে। টিজারের শেষের দিকে রণবীর ও যশের লুক প্রকাশ করা হয়েছে। যার ফলে ভক্তদের উন্মাদনা এখন দ্বিগুণ। রামায়ণের টিজার বৃহস্পতিবার (৩ জুলাই) ভারতের প্রধান শহরগুলোতে- মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, পুণে এবং কোচিতে দেখানো হবে। এটি কোনো সিনেমার প্রথম ঝলক উন্মোচনের জন্য সবচেয়ে দীর্ঘ অনুষ্ঠানগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে।

রামায়ণে রণবীর ও যশ ছাড়াও সীতার ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এ ছাড়া কাজল আগারওয়াল, লারা দত্ত, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, রাকুল প্রীত সিংয়ের মতো তারকাকে দেখা যাবে এতে। প্রথম টিজারের পর এখন ট্রেলারের অপেক্ষায় দর্শকরা। আগামী বছর দিপাবলীতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি