ঢাকা, সোমবার   ০৮ সেপ্টেম্বর ২০২৫

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়া বিভিন্ন উসকানিমূলক পোস্ট নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবী অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট প্রকাশ করছে।

আরও বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

অতএব, এ ধরনের ভুয়া ও উস্কানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয় এই বিজ্ঞপ্তিতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি