ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতুতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বয়ংক্রিয় টোল পদ্ধতি বা ইলেকট্রিক টোল কালেকশন (ইটিসি) আজ থেকে শুরু হয়েছে। এ টোল কালেকশন শুরুর মধ্য দিয়ে স্মার্ট গতিশীলতার এক নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।

সোমবার দুপুর ২টা থেকে ইটিসি ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে এ টোল কালেকশন শুরু হয়। 

যার ফলে টোল পরিশোধের জন্য যানবাহন না থেমেই টোল দিয়ে সেতু পার হতে পারছে।

এর আগে রোববার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে নন-স্টপ ইটিসি চালু, টিএপি অ্যাপে রেজিস্ট্রেশন ও মাওয়া আরএফআইডি বুথে ট্যাগ যাচাই শেষে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে কোথাও গাড়ি থামানো ছাড়াই টোল পরিশোধ করে সেতু পারাপার করা যাবে।

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (টোল, ব্রিজ এন্ড বিইএফ) আবু সায়াদ জানান, পদ্মা সেতুতে পাইলটিং আকারে আধুনিক, নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি চালু হয়েছে। এ পদ্ধতিতে টোল প্লাজায় গাড়ি না থামিয়ে নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। 

সড়কের উভয় পাশে দুটি করে ৪টি লেন রয়েছে, নির্দিষ্ট লেনে ট্যাগ লাগানো গাড়ি দ্রুতগতিতে পার হয়ে যেতে পারবে।

তিনি আরও বলেন, ইটিসি পদ্ধতি ব্যবহারকারীরা প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টিএপি অ্যাপে গিয়ে টোল অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে শুধু প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করবে।

এ পদ্ধতিতে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে বলেও জানান তিনি।

গত ১ সেপ্টেম্বর থেকে টিএপি অ্যাপে যানবাহন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যেই পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের সাথে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের অধীন এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম একপে’র সহযোগিতায় ইটিসি ব্যবস্থা তৈরি হয়েছে।

ইটিসি চালুর ফলে দ্রুত টোল আদায় হবে। এতে সময় বাঁচবে এবং রাজস্ব বাড়বে। সেইসঙ্গে পদ্মা সেতুর উপর দিয়ে যাত্রীদের চলাচল আরো দ্রুত ও মসৃণ হবে এবং যানজটহীনভাবে যানবাহনের চলাচল নিশ্চিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি