ঢাকা, শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫

ইসিতে ডা. জুবাইদা ও জাইমা রহমান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ভোটার নিবন্ধন সম্পন্ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জুবাইদা রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ভবনে যান।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন তারা।

সেখানে ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি ১২টা ৪৪ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়।

এদিকে, আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন ভবনে এসেছেন তারেক রহমানও। তার আগমন উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও আশপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি