ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করলেন তারেক রহমান
প্রকাশিত : ১৫:২৬, ২৭ ডিসেম্বর ২০২৫
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।
আজ শনিবার দুপুর ১টায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তিনি।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরপর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন থেকে বের হয়ে যান তারেক রহমান।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, তারেক রহমান অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করেন।
তিনি আরও বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইটিআই ভবনে গিয়ে তারেক রহমান ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ ও তথ্য যাচাইসহ প্রচলিত নিয়মে তার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’
তারেক রহমানের আগমন উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও আশপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকেই নির্বাচন ভবনের সামনের সড়কে ব্যারিকেড বসানো এবং যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
তারেক রহমানের নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।
এএইচ
আরও পড়ুন










