ঢাকা, বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৩০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা, যা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর মধ্যে ৩১ ডিসেম্বর বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকায় ওই দিন ও পরবর্তী দিন (১ জানুয়ারি) সকল মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে পিএসসি’র বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না, তা জানতে প্রার্থীদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি