ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

মেয়রের মা চিকুনগুনিয়ায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ২২ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২৬, ২২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের সময় মেয়র এ তথ্য জানান।

এসময় চিকুনগুনিয়ামুক্ত ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করে মেয়র বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী দশ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করবো।

সাঈদ খোকনের পারিবারের পক্ষ থেকে জানা গেছে, তার মা বেশ কিছু দিন ধরে চিকুনগুনিয়ায় আক্রান্ত।

উল্লেখ্য, চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর। ডেঙ্গু, জিকা`র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমেই মানুষ থেকে মানুষে ছড়ায় এই রোগ। বর্তমানে দেশে এ রোগ আতঙ্ক তৈরি করেছে জনমনে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি