ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আরও দুটি হজ ফ্লাইট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ৯ আগস্ট ২০১৭

পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আরও দুটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ নিয়ে এবার হজ মৌসুমে বিমানের মোট ১৯টি ফ্লাইট বাতিল হলো।

সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে আজ বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে জানান, বুধবার ভোর সাড়ে ৫টায় বিজি-৫০৪৫ এবং বিকাল সাড়ে ৪টায় বিজি-৩০৫৩ এর ছেড়ে যাওয়ার কথা ছিল। এই ‍দুই ফ্লাইটে সৌদি আরবে পৌঁছানো কথা ছিল প্রায় আটশ যাত্রীর। কিন্তু যাত্রী না পাওয়ায় এ দুটি হজ ফ্লাইট তারা বাতিল করেছেন।

সৌদি সরকারের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা। কিন্তু ভিসা জটিলতা, সৌদি আরবে মোয়াল্লেম ফি বৃদ্ধি এবং টানা দ্বিতীয়বারের হজযাত্রীদের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধির ফলে এবারের হজযাত্রায় জটিলতা প্রকট আকার ধারণ করেছে।

যাত্রী না পাওয়ায় বুধবার পর্যন্ত মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান। এসব ফ্লাইটে সাড়ে সাত হাজার যাত্রী জেদ্দা যেতে পারতেন। 

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি