ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

হজ ফ্লাইট বাতিলে এজেন্সি দায়ী : মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১০ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৪৫, ১০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ আজ বৃহস্পতিবার আরো দুটি হজ ফ্লাইট বাতিল করেছে। এ নিয়ে এখন পর্যন্ত বিমানের ২১টি ফ্লাইট বাতিল হলো।

আর এসব ফ্লাইট বাতিলের জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় মন্ত্রী এজেন্সিগুলোকে দোষারোপ করেন।

তিনি বলেন, ৯৯ হাজার ৪৪৫ ভিসা অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। আর ৫১ হাজার ২১৬ জন বাই দিস টাইম চলে গেছে। যে ফ্লাইটগুলো বাতিল হইছে, অনলি ডিউ টু এজেন্সি। আমাদের কোনো ত্রুটি নাই।

মন্ত্রী জানান, এজেন্সিরা টাকা বাঁচানোর জন্য, যাতে দুই দিন পরে গেলে দুই দিনের কম খাওন লাগব, এসব কারণে এইসব করছে।

এর আগে বিমান কর্তৃপক্ষ জানায়, দুটি ফ্লাইটেরই আজ সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে পর্যাপ্ত হজযাত্রী না থাকায় তা বাতিল করা হয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি