ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মেয়র আনিস আইসিইউতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হওয়ায় তাকে লন্ডন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)রাখা হয়েছে। মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান বুধবার সকালে এক মুঠোফোন বার্তায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।


মেয়র আনিস এক মাস ধরে লন্ডনে অবস্থান করছিলেন। চার দিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়।


তার ব্যাক্তিগত সচিবের পাঠানো ক্ষুদেবার্তায়  বলা হয়, ‘সেরিবেল ভ্যাসকিউলিটিস’ নামে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। তাঁর এই অসুখ বাংলাদেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস যাবৎ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। তিনি এখন আইসিউতে আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মেয়র দোয়া চেয়েছেন বলেও ওই বার্তায় জানানো হয়।


গত ২৮ জুলাই আনিসুল হক পারিবারিক কাজে লন্ডনে যান। সেখানে তাঁর বড় মেয়ের সন্তান হয়েছে। এর মধ্যে তিনি একদিন বেশি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।   
//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি