ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মোহনী নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধুর বাংলাকে ধ্বংস হতে দেয়া যাবেনা, সকল ষড়যন্ত্রের বিষদাঁত আমরা ভেঙ্গে দিয়েছি, নতুন করে জেগে ওঠা ষড়যন্ত্রকারীদের বিষদাঁতও ভেঙ্গে দেয়া হবে। 

বুধবার দুপুরে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কার্যালয় সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মাহমুদ আলী বলেন, বঙ্গবন্ধু দুঃখী মানুষের হাসি ফোটাতে চেয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে কাজ করছেন। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাঁকে সহযোগিতা করতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদৎবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান, ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহাসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি