ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা

প্রকাশিত : ১৬:০৩, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৩, ২৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

গণতন্ত্রে জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্ষণ-হত্যার মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন মানবাধিকারকর্মীরা। কুমিল্লা সেনানিবাস এলাকায় শিক্ষার্থী ধর্ষণের পর হত্যার ঘটনায় তারা মনে করেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাহীনতা, বিচারহীনতা আর কখনো কখনো রাজনৈতিক সদিচ্ছার অভাবেই এসব অপ্রীতিকর ঘটনা ঘটছে। রোববার কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনু নামে এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধর্ষণ কিংবা ধর্ষণ চেষ্টার পরই এই হত্যাকান্ড। ঘটনায় স্তম্ভিত পুরোদেশ, চলছে প্রতিবাদ-বিক্ষোভ। গণতন্ত্র চর্চায় জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্ষণ-হত্যার মতো চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকানো দুষ্কর বলেই মনে করেন মানবাধিকার কর্মীরা। এদিকে, বিচারহীনতা কিংবা বিচারে দীর্ঘসূত্রতার কারণেই ধর্ষণ-হত্যা কমছে না মন্তব্য করে তারা বলেন, নীতি-নৈতিকতার শিক্ষা বাড়াতে মনোযোগী হতে হবে এখনই। তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ২০ হাজার টাকা আর খাস জমি ক্ষতিপূরণ দেয়াকে ন্যাক্কারজনক বলেও মন্তব্য তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি