ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নির্বাচনে সুষ্ঠু নিরেপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশনা

প্রকাশিত : ১৬:৪৬, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৪৬, ২৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

ECদ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু নিরেপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। রবিবার কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কমিশনার শাহনেওয়াজ দাবি করেন, প্রথম দফা নির্বাচনে যেসব সহিংসতা ঘটেছে সেসব বিষয়ে তরিৎ ব্যবস্থা নিয়েছে ইসি। তিনি বলেন, এসব কারনে দ্বিতীয় দফা নির্বাচনের সহিংসতার মাত্রা অনেক কমে আসবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যতটুকু শক্ত হওয়া দরকার প্রশাসনকে তা হতে হবে না হলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচনে সহিংসতার দায় কমিশনরে নয় বলেও জানান শাহনেওয়াজ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি