ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শিমুলিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ৩০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

প্রিয়জনদের সঙ্গে কোরবানি ঈদ করতে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেড়েছে শিমুলিয়া ফেরিঘাটে। এতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির চাপ বেড়েছে। এর ফলে আজ বুধবার সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে মোট ১৯টি ফেরি চলছে। ভোর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে দুপুর নাগাদ এ চাপ শেষ হয়ে যাবে বলে জানান তিনি। এদিকে লঞ্চ ও স্পীড বোর্ট দিয়ে পাড়ি দেয়া যাত্রীদদের সংখ্যাও আগের চেয়ে কিছুটা বেড়েছে।

এসব যাত্রীদের নির্বিঘ্নে  করতে ঘাট এলাকায় রয়েছে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত। পুরো ঘাট জুড়ে মোতায়ন করা হয়েছে আইন শৃঙ্গলা বাহিনীর ৬০০ সদস্য।

 

//আর//এআর 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি