
আগামী ৩রা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোন শিক্ষক নকলে সহায়তা করলে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সে ময় তিনি আরো বলেন, নকল পরীক্ষা ও প্রশ্ন ফাঁস রুখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। মন্ত্রী বলেন এ বছর ৮ হাজার ৫শ ৩৩টি শিক্ষা প্রতিষ্টানের ১২ লাখ ১৮ হাজার ৬শ ২৮ জন পরীক্ষার্থি ২হাজার ৪শ ৫২টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেবে। এছাড়া বিদেশ থেকে ৭টি কেন্দ্রের মাধ্যমে ২৬২জন পরীক্ষশায় অংশ নেবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধিসহ বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থিদের জন্য ২০ থেকে ৩০ মিনিট সময় বেশি দেয়া হবে।