ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

মা ভালো আছেন: জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১২:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ভগ্নিপতি, বোন, মা ও স্ত্রীর সঙ্গে জয় (বা থেকে)। জয়ের ফেসবুক থেকে নেওয়া ছবি।

ভগ্নিপতি, বোন, মা ও স্ত্রীর সঙ্গে জয় (বা থেকে)। জয়ের ফেসবুক থেকে নেওয়া ছবি।

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সফল অস্ত্রোপচার হয়েছেপিত্তথলিতে সার্জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছেলের বাসায় বিশ্রামে রয়েছেন

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, উনি এখন ভালো আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয় লিখেন, ‘গত সোমবার রাতে মা`র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধুই সার্জারিটি করেন। সার্জারি অত্যন্ত সফল ছিল। পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

‘আজ মায়ের জন্মদিনও। কিন্তু আমরা তেমন কিছু করছি না। কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। মায়ের স্বাস্থ্যের জন্য শুভ কামনা ও জন্মদিনের শুভেচ্ছা যারা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। উনি এখন ভালো আছেন।’

বঙ্গবন্ধু কন্যার ৭১তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান। আগামী ৫ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এর আগে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক যান।

 

/আর/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি