ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন তুলনামূলকভাবে সুষ্ঠু হয়েছে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা

প্রকাশিত : ১৭:১৫, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:১৫, ১ এপ্রিল ২০১৬

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন তুলনামূলকভাবে সুষ্ঠু হয়েছে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। তবে, অনিয়ম ও কারচুপি এবারও পুরোপুরি ঠেকানো যায়নি বলে জানালেন পর্যবেক্ষকরা। আর, সহিংসতা রোধে নির্বাচন কমিশনের নজরদারি আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। nirbachon spপ্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার দেশের ৪৭টি জেলার ৬৩৯টি ইউনিয়নে ভোট হয়। এ সময় সংঘর্ষ ও অনিয়মের কারণে ৩৩ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। সংঘর্ষে প্রাণহানী হয় কয়েকজনের। জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ মনে করেন, নির্বাচন কমিশন সরাসরি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি তদারিক আরো বাড়ালে এসব সহিংসতা ঘটতো না। তবে বিক্ষিপ্ত এসব কিছু ঘটনা ছাড়া নির্বাচন তুলনামূলক সুষ্ঠু হয়েছে বলে মনে করেন তিনি। তবে, তার সাথে দ্বিমত পোষণ করেছেন নির্বাচন বিশ্লেষক তালেয়া রহমান। তিনি মনে করেন, প্রকাশ্যে ভোটগ্রহণ, ব্যালট বাক্স ছিনতাই ও হানাহানিসহ নানা অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ায়, নির্বাচনকে সুষ্ঠু বলা যাবে না। অবশ্য কিছু অনিয়মের কারণে সামগ্রিক অর্জন ম্লান হয়ে যায়নি বলে মনে করেন নাজমুল আহসান কলিমউল্লাহ। তবে তালেয়া রহমান মনে করেন, ভোট কেন্দ্রে শিশু হত্যার ঘটনাসহ নানা অনিয়ম প্রমাণ করে আচরনবিধি ঠিকভাবে পালিত হয়নি। সবকিছুর পরও দলীয় প্রতীকে এই নির্বাচনকে স্বাগত জানালেন দু’জনই। একই সাথে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা আরও বাড়াতে পরামর্শ দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি