ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

প্রার্থীদের প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারনেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০:৫৮, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:৫৮, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

home minপ্রার্থীদের প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারনেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা হচ্ছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে খিষ্ট্রিয় ঐতিহ্যবাহি ‘সাপ্তাহিক প্রতিবেশি’র প্রকাশনার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিযোগিতার কারনে অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলেও আইন-শৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রনের চেষ্টা করছে। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও এবং সম্পাদক জয়ন্ত এস গোমেজ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মনজুরুল আহসান বুলবুলকে সম্মাননা প্রদান করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি