ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

আমদানী করা কাঠ এবং কাঠের বিকল্প বোর্ড ব্যবহারে চাপ কমছে বনজ সম্পদের ওপর

প্রকাশিত : ০৯:১৮, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:০৪, ২ এপ্রিল ২০১৬

দ্রুত বিকশিত হচ্ছে আসবাব শিল্প। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদেশ থেকে আমদানী করা হচ্ছে বিভিন্ন জাতের কাঠ। দেশের বিপুল চাহিদা মেটাতে আমদানী করা কাঠ এবং কাঠের বিকল্প বিভিন্ন বোর্ডও ব্যবহার করা হচ্ছে এখন। এতে চাপ কমছে দেশের বনজ সম্পদের ওপর। এক সময় আসবাবপত্রের মূল চাহিদা ছিল বিভিন্ন বাসা বাড়িতে। সময়ের সঙ্গে সঙ্গে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ে চাহিদা। বিভিন্ন এলাকায় গড়ে উঠে আসবাবপত্র তৈরীর ছোট-বড় কারখানা। এসব কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন ডিজাইনে হরেক রকেমের আসবাবপত্র। এছাড়া ঘরবাড়ি নির্মানে ব্যবহৃত হচ্ছে আমদানী করা এসব কাঠ। এদিকে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসব কাঠ আমাদানী করা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন বিভাগের কর্মকর্তারা জানালেন, এতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যেমন লাভবান হচ্ছে, তেমনি চাপ কমছে বনজ সম্পদের উপর। ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে বনজ সম্পদ বৃদ্ধি এবং কাঠের বিকল্প হিসাবে পার্টিকেল, এমডি, লেমিনেটেড, পলিসহ বিভিন্ন বোর্ড দিয়ে আসবাব তৈরিতে উৎসাহ যোগাতে পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি