ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

অটিস্টিক শিশুরাও বিশ্বকে দিতে পারে অনেক কিছুঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:১৮, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ২১:০২, ২ এপ্রিল ২০১৬

সুযোগ পেলে অটিস্টিক শিশুরাও বিকশিত হতে পারে, বিশ্বকে দিতে পারে অনেক কিছু। নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনায় এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, অজ্ঞতার কারণে এক সময় অটিজম আক্রান্ত শিশু জন্ম নিলে পরিবারকে সামাজিকভাবে হেয় করা হতো। সরকারের গৃহিত পদক্ষেপে সেই আধার সময় আর নেই। এ সময় প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে প্রতিবন্ধী কেন্দ্র খোলার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। PMরাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে ভাষণে বলেন, আগে বাবা-মায়েরা তাদের সন্তান অটিস্টিক হলে লুকিয়ে রাখতেন। কিন্তু, সেই যুগ আর নেই। অটিস্টিক শিশুদের সুরক্ষা দিতে তার সরকারের গৃহিত পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, সুযোগ পেলে এই অটিস্টিক শিশুই মেধা ও যোগ্যতার সাক্ষার রাখতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী সফটওয়্যার-হার্ডওয়্যার ও ওয়েবসাইট তৈরী করতে নির্মাতাদের আহ্ধসঢ়;বান জানান তিনি। সরকার পরিবর্তনে এসব ভাল কাজ যেন বন্ধ না হয় সেজন্য স্থায়ী উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। পরে অটিস্টিক শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি