ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন এ মাসেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য চলতি মাসেই মিয়ানমার সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়টিই হবে মিয়ানমারের সঙ্গে আমাদের প্রধান আলোচ্য বিষয়। এছাড়া অন্য বিষয়গুলোও থাকবে।

তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে। তাই এ মাসেই মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৮০ হাজার রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে। আজকের মধ্যে রোহিঙ্গা নিবন্ধনের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে। নিবন্ধনের আওতায় না আসলে সব ধরনের সহায়তা বঞ্চিত হবেন রোহিঙ্গারা।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি