রোহিঙ্গাদের ওপর সতর্ক দৃষ্টি রয়েছে: কাদের
প্রকাশিত : ১৫:৫০, ৯ অক্টোবর ২০১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গারা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে সেদিকে সরকারের সর্তক দৃষ্টি রয়েছে। তারা যাতে ইয়াবা পাচারসহ অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়তে না পারে সে জন্য নজরদারি বাড়াতে আইন -শৃংখলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর সর্তক দৃষ্টি রেখেছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় কর্ণফুলী টানেলের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তাদের ওই দেশে ফেরত পাঠানো হবে। সরকার তাদের মিয়ানমার ফেরত পাঠানোর উদ্দেশে কাজ করছে। তাদের ফেরত পাঠানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও এখন এটি সরকারের মূল লক্ষ্য।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গা আছে। প্রতিনিয়ত আরও আসছে। এ বিপুল জনগোষ্ঠীর ভরণ পোষণ একটা চ্যালেঞ্জ। জাতিসংঘকে রোহিঙ্গা ইস্যুতে আরও কঠোর অবস্থান নিতে হবে।
//এআর
আরও পড়ুন