ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার রোহিঙ্গা বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা সবকিছু করছি, কোনোটা বাদ রাখিনি। মিয়ানমারের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা করছি, যদি এতে কাজ না হয় তবে আমরা জাতিসংঘে যাব। ইতিমধ্যে আমরা জাতিসংঘে গিয়েছি, এর আগেও গিয়েছিলাম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্যানুযায়ী এ পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দেশটিতে সহিংসতা বন্ধ না হওয়ায় এখনও অনুপ্রবেশ ঘটেই চলছে। এখন আমাদের মূল লক্ষ্য, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফেরত পাঠানো।

মাহমুদ আলী বলেন, আমাদের কূটনৈতিক তৎপরতার ফলেই আজ আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা ইস্যুটি এখন গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা থেকে পরিষ্কার যে, রোহিঙ্গা সমস্যা সমাধনে আন্তর্জাতিক মহল গভীরভাবে নিয়োজিত আছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি