ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

রোহিঙ্গাদের ১০হাজার একর বনভূমি দেওয়া হবে : বনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বনভূমির কিছুটা ক্ষতি হলেও মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য তিন হাজার একর বনভূমিতে না হলে প্রয়োজনে ১০ হাজার একর বনভূমি বরাদ্দ দেওয়া হবে। বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মন্জু এসব কথা বলেন।

বনকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নির্মিত ঝুপড়ি ঘরের আনাচে-কানাচে গাছপালা রোপন করতে হবে। এখানকার পরিবেশ রক্ষা করতে হবে। এটি করতে না পারলে বন সম্পদের আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, যেহেতু নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গারা এখনো আসছে। দ্বি-পাক্ষিক আলোচনা ও কূটনৈতিক পর্যায়ে সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা আসতে থাকবে। এ অবস্থায় রোহিঙ্গাদের জন্য যতটুকু বনভূমি দরকার দেওয়া হবে এবং তা সংরক্ষণ করার দায়িত্ব বন সংশ্লিষ্টদের।

মন্ত্রী কুতুপালং ডি-ব্লকে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ জাকের হোসেন সুলতান, সম্পাদক মণ্ডলীর সদস্য সালাউদ্দিন মাহামুদ, চট্টগ্রাম বন সংরক্ষক জগলুল হোসেন, কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মো. মুর্শেদ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. আলী কবির, কোস্টাল ফরেস্ট ডিভিশন কর্মকর্তা হুমায়ুন কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান প্রমুখ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি