ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আগামীকাল শনিবার প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রত্যেকটি বিভাগসহ সারাদেশের সব পুলিশ ইউনিটে দিনটি একযোগে উদযাপন করা হবে।

ডিএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান, এ উপলক্ষে সকাল ১০ টায় ডিএমপি’র সদর দফতরের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে ।

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ অনুষ্ঠানের উদ্বোধন শেষে ডিএমপি’র সদর দফতর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাকরাইল গিয়ে শেষ হবে।

র‌্যালি শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) এ কে এম শহীদুল হক। এ ছাড়াও কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে অনুষ্ঠানে থাকবে রক্তদান কর্মসূচি। সূত্র-বাসস

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি