রংপুর সিটি নির্বাচন ২১ ডিসেম্বর
প্রকাশিত : ১৬:৪৫, ৩১ অক্টোবর ২০১৭

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দীন আহমদ। আগামী ৫ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশনের বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দীন আহমদ বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে।
এছাড়া একটি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানান ইসির ভারপ্রাপ্ত এ সচিব।
/ এমআর / এআর
আরও পড়ুন