ঢাকা, শনিবার   ২৮ জুন ২০২৫

বিশ্ব ইজতেমার ১ম পর্ব ১২ জানুয়ারি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ১৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তাবলীগ জামাতের দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১২ জানুয়ারি শুরু হবে। প্রথম পর্ব চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। একইস্থানে ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভায় এ কথা জানানো হয়। সভায় বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য ইজতেমা ময়দানের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। প্রস্তুতিমূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং তাবলিগের মুরুব্বিরা অংশ নেন।

সভায় দুই পর্বের বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি অজু-গোসল, থাকা-খাওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদেশি মেহমানদের আশা-যাওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

এদিকে ইজতেমার প্রস্তুতির জন্য আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা। দেশ-বিদেশের লক্ষাধিক তাবলিগের মুসল্লি এ জোড় ইজতেমায় অংশ নেবেন বলে জানান তাবলিগের মুরুব্বিরা।

/ আর /এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি