ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

খালেদা জিয়ায় মামলার পরবর্তি শুনানি ২৫ এপ্রিল

প্রকাশিত : ১৫:৩০, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩০, ১৭ এপ্রিল ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মামলার পারবর্তি শুনানি হবে ২৫ এপ্রিল। এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বকশীবাজারে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের এসলাসে উপস্থিত হন। আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও জিয়ার আইনজীবিরা কেস ডাইরী পুনঃতদন্ত আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন। পরে  তদন্তকারীর আবারো সাক্ষ্যগ্রহনের আবেদন করেন। এ বিষয়ে  শুনানি শেষে আদালত তাও খারিজ করে দেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট পাঁচজনের বিরুদ্ধেতেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি