ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল

প্রকাশিত : ১৪:১৪, ২৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:১৪, ২৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

BNPমহান মে দিবস উপলক্ষে আগামী ১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এই তথ্য জানান।  সমাবেশর জন্য ইতিমধ্যে পুলিশের অনুমতি চাওয়া হয়েছে। একই সঙ্গে সমাবেশের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, তৃতীয় দফা নির্বাচন শান্তিপূর্ন হয়েছে কমিশনের এমন দাবি নির্বাচন নিয়ে রসিকতার সামিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি