স্পিকারের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১০:২০, ২৪ জানুয়ারি ২০১৮

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে সংসদ ভবনে স্পিকারের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছিল।
রাত ৯টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের কক্ষে প্রবেশ করেন।
এর আগে দুপুরে স্পিকারের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চেয়ে পাঠানো নির্বাচন কমিশনের চিঠি পায় সংসদ সচিবালয়।
আজ বুধবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্ব নির্বাচন কমিশনের সদস্যদের বৈঠকের আগে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে রাষ্ট্রপতির মনোনয়ন, ভোটগ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণের পর সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
এসএ/
আরও পড়ুন