ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

চলনবিলে পানির স্তর নিচে নেমে দেখা দিয়েছে খরা

প্রকাশিত : ০৮:৪৬, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৮:৪৬, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চলনবিলে পানির স্তর নিচে নেমে এ মৌসুমে দেখা দিয়েছে খরা। প্রায় ১ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ নিয়ে কৃষকরা সংকটে পড়েছেন। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক আগেই বিল এলাকা ও আশপাশের খালের পানি শুকিয়ে গেছে। চাষাবাদ টিকিয়ে রাখতে বিল সংলগ্ন খালগুলো পুনঃখননের দাবী জানিয়েছে এ অঞ্চলের কৃষকরা। নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের বিস্তৃর্ণ এলাকাজুড়ে চলনবিল। এ অঞ্চলে বিলের পানি কমে আসলে শুরু হয় ধানের আবাদ। তবে, এবারের মৌসুমে বোরো ও হাইব্রিড ধানের চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছে কৃষক। ২ মাস আগেই শুকিয়ে গেছে বিল এলাকার জমির পানি। এমনকি খালগুলো শুকিয়ে চৌচির। পানির স্তর নেমে যাওয়ায় জমিতে সেচ দেয়াও যাচ্ছে না ঠিকমতো। কৃষকরা বলছেন, ১০ থেকে ১৫ ফুট মাটির নিচে সেচ পাম্প বসিয়েও পানি উঠছে কম। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ধান গাছের আগা। এ অবস্থা চলতে থাকলে ধানের আবাদ আশংকজনকহারে কমে যেতে পারে বলে মনে করছে কৃষি বিভাগ। এ অঞ্চলে চাষাবাদ টিকিয়ে রাখতে আশপাশের খালগুলো পুনঃখননের জোর দাবি উঠেছে। সব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্র্র্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে, এটিই প্রত্যাশা বিল এলাকার মানুষের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি