ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ফ্রান্সের ফুটবলার সিলভেনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:২১, ১০ মে ২০১৬ | আপডেট: ১৬:২১, ১০ মে ২০১৬

Ekushey Television Ltd.

সিলভেন উইলটর্ড ফ্রান্স জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার। জাতীয় দলের পাশাপাশি ক্লাব পর্যায়েও মাঠ মাতিয়েছেন সমান তালে। নিউলি সুর মার্নেতে সিলভেনের জন্ম ১৯৭৪ সালের ১০ই মে। সিলভেন নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন একেবারে ছোটবেলাতেই। সে সময়েই ফরাসী ক্লাব রেনেতে খেলার সুযোগ পান। ক্লাবের নির্বাচকরাও তাঁর খেলা দেখে এক ধরণের নিশ্চয়তা পেয়েছিলেন হয়তো। তাই মাত্র ৭ বছর বয়সে ক্লাবের যুব দলে নিয়ে নেন সিলভেনকে। ৫ মৌসুমে ৩১টি গোল নিজের ঝুলিতে জমা করেন তিনি। এরপর দেপোর্তিভো, আর্সেনাল, লিওনসহ আরও বেশ কয়েকটি ক্লাবে খেলেন সিলভেন। ২০০০ সালে ১৩ মিলিয়ন পাউন্ডে আর্সেনালের সঙ্গে চুক্তিবদ্ধ হন সিলভেন। এর কদিন বাদেই ঐ বছরের ইউরো কাপে অংশ নিয়ে নিজের খেলার নৈপূন্য প্রমাণ করেন। সতীর্থ থিয়েরি অরির সঙ্গেও সমানভাবে খেলেছেন তিনি। চার বছরে আর্সেনালের হয়ে ৩২টি গোল করেছেন এই উইংগার। মাঝে এক মৌসুমের জন্য রেনে আবারও ধার নেয় তাঁকে। সিলভেনের আন্তর্জাতিক অভিষেক ১৯৯৬ সালে। সে বছর অলিম্পিকে অংশ নেন তিনি। জাতীয় দলে শুরু ১৯৯৯ সালে। ২০০২ এবং ২০০৬ এর ফিফা বিশ্বকাপে অংশ নেন এই ফরাসী ফুটবল তারকা। জাতীয় দলের হয়ে ৯২ টি ম্যাচে অংশ নিয়ে ২৬টি গোল করেন সিলভেন। জাতীয় দল থেকে ২০০৬ সালে এবং ফুটবল থেকে ২০১২ সালে একেবারে বিদায় নেন সিলভেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি