ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গায় ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনার তদন্ত টিমের ভবন পরিদর্শন

প্রকাশিত : ১৯:৩৩, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ১০ মে ২০১৬

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনার তদন্ত টিম ঐ ভবন পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক আব্দুল গাফফার, চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যানার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় প্রকৌশলীর উপস্থিতিতে ভবনের ছাদ, লুভার, কলাম ও সানসেটসহ বিভিন্ন্ধসঢ়; স্থান পরীক্ষা করে দেখা হয়। দুদক কর্মকর্তা জানান, নির্বাহী প্রকৌশলীদের নিয়ে পরীক্ষা চলছে, তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলতে চান না তারা ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি