ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

যশোরে গির্জায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৩ ডাকাত

প্রকাশিত : ১৯:২৮, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:২৮, ১০ মে ২০১৬

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছার শিমুলিয়ায় একটি গির্জায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। গির্জার প্রধান পুরোহিত ফাদার আনন্দ সেবাস্তিয়ান জানান, ৩০-৩৫ জন ডাকাত গীর্জার মধ্যে থাকা মা মেরি ও যীশু খৃষ্টের মূর্তির কিছু  ভাংচুর করে।। পরে তারা সবমিলিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ভোরের দিকে নাভারণের আমিনী গুণনগর এলাকায় স্থানীয়রা তাদের ধাওয়া করে চারজনকে পিটুনি দেয়। গণপিটুনিতে লালু নামে এক ডাকাত ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় তিনজন। সেসময় তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি