ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

সরকার উৎখাতে জন্য জনগন প্রস্তুত, দেশী বিদেশী ষড়যন্ত্রের দরকার নেই মন্তব্য রিজভীর

প্রকাশিত : ১৯:৫৬, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:৫৬, ১০ মে ২০১৬

Ekushey Television Ltd.

সরকার উৎখাতে জন্য দেশের জনগন প্রস্তুত, দেশী বিদেশী ষড়যন্ত্রের দরকার নেই বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। মঙ্গলবার বিকেলে,কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনবিছিন্ন সরকার পতনের চুড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আওয়ামী লীগ এর ফাঁিসর দণ্ড প্রাপ্ত নেতারা রাষ্ট্রপতির কাছ থেকে প্রাণ ভিক্ষা পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে। দেশে আইনের শাসন এবং বাকস্বাধীনতা না থাকায় একটি গুমোট পরিবেশ বিরাজ করছে বলেও  মন্তব্য করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি