ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নিজামীর দাফন সম্পন্ন

প্রকাশিত : ০৯:৩৫, ১১ মে ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ১১ মে ২০১৬

Ekushey Television Ltd.

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর দাফন শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে সাঁথিয়ার পৌরসভাধীন মনমথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোর ৬ টার দিকে নিজামির মৃতদেহ বহনকারি এমবুলেন্স তার নিজ গ্রাম সাথিয়ায় পৌঁছালে নিজামীর ছেলে নাজিম মমিন বাবার মৃতদেহ গ্রহন করেন। পরে গ্রামের ঈদগা মাঠে ৭ট ৪ মিনিটে জানাজা শেষে সোয়া ৭টার দিকে মনমথপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে রাত ১২ টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকরের খবর সাঁথিয়া পৌছার সাথে সাথে আনন্দ মিছিল বের করে এলাকাবাসী। নিজামীর দাফনকে ঘিরে বাড়তি নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পাবনা থেকে সাঁথিয়া পর্যন্ত ১৭ টি স্থানে পুলিশের তল্লাসী চৌকি বসানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি