ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

নীলফামারীতে বোরোর উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক

প্রকাশিত : ০৯:৫০, ১১ মে ২০১৬ | আপডেট: ০৯:৫০, ১১ মে ২০১৬

নীলফামারীতে পোকার আক্রমণে বোরোর ফলন বিপর্যয় আর ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষক। ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান আর মিলারদের মাধ্যমে চাল কেনার সিদ্ধান্ত নিলেও মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন নেই। এতে ন্যায্য দাম না পেয়ে লোকসানের আশঙ্কা করছেন প্রান্তিক চাষীরা। এবার বোরো মৌসুমে জেলায় বোরো-২৮, ২৯ আর অন্যান্য জাতের ধান আবাদ হয়েছে ৮২ হাজার হেক্টর জমিতে। উৎপাদন আশা করা হচ্ছে ৫ লাখ মেট্রিক টন ধান। তবে কৃষকদের অভিযোগ গতবারের মতো এবারো ধানের ন্যায্য দাম না পেয়ে লোকসান গুনছেন তারা। তারা বলছেন, পোকার আক্রমণে ফলন কমে যাওয়া আর ন্যায্য দাম না পাওয়ায় প্রতি বিঘা জমিতে আড়াই থেকে তিন হাজার টাকা লোকসান হয়েছে। আর সরকারিভাবে ধান ও চাল কেনার সিদ্ধান্তের বিষয়েও কিছুই জানা নেই তাদের। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হলে কৃষকের লোকসান পুষিয়ে যাবে বলে মনে করছে কৃষি সম্প্রসারন অধিদফতর। তবে ধান আর চাল কেনার সিদ্ধান্তের বিষয়ে এখনও মাঠ পর্যায়ে নির্দেশনা আসেনি বলে জানালেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। কৃষকের ঘরে উঠতে শুরু করেছে ধান। শুরু হয়েছে মাড়াই। কৃষক বাঁচাতে এখনই ন্যায্য দাম নিশ্চিত করার দাবী এ অঞ্চলের কৃষকদের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি