ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সমাজ কল্যান প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই

প্রকাশিত : ০৯:৩২, ১১ মে ২০১৬ | আপডেট: ০৯:৩২, ১১ মে ২০১৬

চির বিদায় নিলেন সমাজ কল্যান প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।  বুধবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশের প্রথম খ্রিস্টান ধর্মাবলম্বী মন্ত্রী তিনি। ময়মনসিংহের বিরোইদাকুনি গ্রামে জন্ম তার। একাত্তরে স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে লড়াই করেছেন তিনি। দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের অধিকার আদায় বিশেষ করে গারো সম্প্রদায়ের জন্য কাজ করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করা এবং দেশের খ্রিস্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতেও তার অবদান কম নয়।  ১৯৯১ সালে সংসদ সদস্য পদ পাওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতি সক্রিয়ভাবে কাজ শুরু করেন। ২০০৯ সালে সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান। সবশেষ সমাজ কল্যান মন্ত্রী হিসেব চির বিদায় নিয়েছেন তিনি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি