ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

অন্ধত্ব প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে লেজার থেরাপি

প্রকাশিত : ০৯:১৬, ১২ মে ২০১৬ | আপডেট: ০৯:১৬, ১২ মে ২০১৬

Ekushey Television Ltd.

অন্ধত্ব প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে লেজার থেরাপি। সরকার ও অষ্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় জেলার সদর হাসপাতালের চক্ষু বিভাগে লেজার থেরাপি মেশিনসহ মূল্যবান যন্ত্রপাতি স্থাপন করার পর প্রতিদিন শতাধিক রোগী এ চিকিৎসা নিচ্ছেন। কম খরচে হাতের কাছে এই চিকিৎসা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। ডায়াবেটিকস জনিত কারণে চোখের জটিলতায় এই চিকিৎসা অত্যন্ত কার্যকর বলে জানান চিকিৎসকরা। ২০১২ সাল থেকে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে লেজার থেরাপির মাধ্যমে চক্ষু চিকিৎসার উদ্যোগ নেয়া হয়। সরকার ও অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় লেজার থেরাপি মেশিনসহ স্থাপন করা হয় মূল্যবান যন্ত্রপাতি। এরপর থেকে মাত্র ৫ টাকার টিকেটে ব্যয়বহুল এই চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। ডায়াবেটিকসের কারণে অনেকেরই চোখের সমস্যা দেখা দেয়। এসব রোগীদের জন্য এই চিকিৎসা অত্যন্ত কার্যকর বলে জানান চিকিৎসকরা। অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে এখানে রোগীদের চোখের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন। কম খরচে হাতের কাছে ভাল চিকিৎসা পাওয়ায় কুমিল্লা, হবিগঞ্জ, নরসিংদীসহ আশপাশের জেলাগুলো থেকেও অনেক রোগী প্রতিদিন এখানে ভিড় করছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি