ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

পাকিস্তানের প্রতিক্রিয়া ঔদ্ধত্যপূর্ণ ও চরম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতঃ হাছান মাহমুদ।

প্রকাশিত : ১৮:০৯, ১২ মে ২০১৬ | আপডেট: ১৮:০৯, ১২ মে ২০১৬

Ekushey Television Ltd.

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া ঔদ্ধত্যপূর্ণ ও চরম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী সমাবেশে তিনি এ’কথা বলেন। হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পরে জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি