ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

শিশু নির্যাতনের দায়ে ১জনের যাবজ্জীবন

প্রকাশিত : ১৮:৫৬, ১২ মে ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ১২ মে ২০১৬

Ekushey Television Ltd.

আট বছরের শিশুকে পাশবিক নির্যাতন দায়ে গোলাম হোসেন নামে এক আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম আদালত। একই রায়ে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন। ১৯৯৯ সালে বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এক শিশুকে পাশবিক নির্যাতন করেছিল গোলাম রসুল। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযোগ পত্র ‍দাখিল, অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণের পর আদালত গোলাম রসুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি গোলাম রসুল পলাতক রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি